ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

ড. ইউনূসের দ্বৈত দায়িত্বে স্বার্থের সংঘাত দেখছেন সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৩:৩৮ দুপুর  

ছবি: সংগৃহিত

অন্তর্বর্তী সরকারের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান, এই দুই ভূমিকায় একসঙ্গে দায়িত্ব পালন করায় ‘স্পষ্ট স্বার্থের সংঘাত’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা আশা করি অন্তর্বর্তী সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না, যা জাতিতে বিভাজন বা অনৈক্য সৃষ্টি করবে। কিন্তু প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একই সঙ্গে সরকারপ্রধান ও ঐকমত্য কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করায় এখন স্বার্থের সংঘাত তৈরি হয়েছে। এটি কোনোভাবেই স্বাস্থ্যকর পরিস্থিতি নয়।”

তিনি বলেন, “এই সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। আমরা রাজনৈতিক দল হিসেবে সহযোগিতা করছি, ভোটে অংশ নিচ্ছি, জনগণকে উৎসাহিত করছি। কিন্তু ঐকমত্য কমিশনের কিছু সিদ্ধান্ত ও সুপারিশ জুলাই জাতীয় সনদের চেতনা থেকে সরে গেছে বলে আমাদের মনে হচ্ছে।”

গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েও আপত্তি তোলেন বিএনপির এই নেতা। তাঁর দাবি, “গণভোটের বিষয়ে ঐকমত্য কমিশনে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। রাজনৈতিক দলগুলোর সম্মতিতেই জাতীয় সনদ তৈরি হয়েছে, যা পরবর্তী নির্বাচিত সংসদ বাস্তবায়ন করবে। প্রধান উপদেষ্টা এই মূল নীতি থেকে সরে যেতে পারেন না।”

সংস্কার কমিশন ও ঐকমত্য কমিশনের সঙ্গে অতীত আলোচনার অভিজ্ঞতা তুলে ধরে সালাহউদ্দিন আরও বলেন, “জুলাই জাতীয় সনদ প্রণয়নের আগে আমরা প্রস্তাব দিয়েছিলাম, একটি ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে সব দল সনদে স্বাক্ষর করবে এবং বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হবে। সেই অনুযায়ী ৮৪ দফার সনদ তৈরি হয়েছিল। কিছু দফায় ভিন্নমত বা নোট অব ডিসেন্ট ছিল, তবে তা প্রথাগত নয়। সংশ্লিষ্ট দলগুলো চাইলে নিজেদের ইশতেহারে বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে পারবে এবং জনগণের ম্যান্ডেট পেলে তা বাস্তবায়ন করবে, এমন নীতিই গ্রহণ করা হয়েছিল।”

সালাহউদ্দিনের মতে, এখন সরকারপ্রধানের দ্বৈত ভূমিকা সেই ঐক্যমূলক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি বলেন, “আমরা চাই সরকার নিরপেক্ষভাবে কাজ করুক এবং এমন কোনো পদক্ষেপ না নিক যা নতুন বিভাজনের জন্ম দেয়। জুলাই সনদের মূল চেতনা ছিল ঐক্য ও আস্থা,তা যেন হারিয়ে না যায়।”

বাংলাধারা/এসআর