ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

নিবন্ধন বাতিল, তাই নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০১:২৯ দুপুর  

ছবি: সংগৃহিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকায় এবং নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিলের ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকবে না আওয়ামী লীগের।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টা বলেন, “সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। নির্বাচন কমিশনও আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকে দলটিকে বাদ দিয়েছে।”

তিনি আরও জানান, আগামী নির্বাচন হবে সম্পূর্ণ অংশগ্রহণমূলক। এবার প্রায় ১০ লাখ তরুণ ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন,যারা গত ১৬ বছরের দুঃশাসনের সময় অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেননি।

বৈঠকে ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সঙ্কট এবং বিমান-নৌ খাতে সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা পুনরায় নিশ্চিত করেন, নির্ধারিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “এই নির্বাচন হবে অংশগ্রহণমূলক, ভোটারদের উপস্থিতিও হবে ব্যাপক। জুলাই সনদ বাংলাদেশের জন্য নতুন সূচনা তৈরি করবে; যা গত বছরের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে।”

ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী চ্যাপম্যান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক সংলাপ এগিয়ে নেওয়ার উদ্যোগকে সাধুবাদ জানান।

তিনি যুক্তরাজ্যে অবৈধ অভিবাসন ও আশ্রয় ব্যবস্থার অপব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করা জরুরি, যাতে অভিবাসীরা শোষণের শিকার না হন।

বাংলাধারা/এসআর