ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

গাজীপুরে নারীকে গলা কেটে হত্যা, পাশেই রক্তাক্ত অবস্থায় স্বামী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ১২:৩০ দুপুর  

ছবি: সংগৃহিত

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি ভাড়া বাসা থেকে রহিমা খাতুন (৩৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই কক্ষ থেকে তাঁর স্বামী ইমরান হোসেনকেও (৪০) গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় অচেতন পাওয়া যায়। 

শনিবার (১৫ নভেম্বর) সকালে নওয়াব আলী মার্কেট এলাকার ‘একতা ভিলা’ নামের ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ময়মনসিংহের হালুয়াঘাটের আমতলা গ্রামের সুরুজ আলীর ছেলে ইমরান কিছুদিন আগে ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে স্ত্রী ও ১৬ বছর বয়সী মেয়েকে নিয়ে সেখানে বসবাস করছিলেন। দাম্পত্য জীবনে এটি ছিল ইমরান-রহিমার দ্বিতীয় বিয়ে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে হত্যার পর ইমরান আত্মহত্যার চেষ্টা করেছেন কি না, কিংবা ঘটনার সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন বলেন, পুলিশের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে রহিমার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং গুরুতর আহত ইমরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান তিনি।

ওসির ভাষ্য, ইমরানের জ্ঞান ফিরলে ঘটনার প্রকৃত চিত্র পরিষ্কার হবে। পুলিশ সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

বাংলাধারা/এসআর