পুলিশ হেফাজতে আসামির মিডিয়ায় সাক্ষাৎকার: আরএমপি কমিশনারকে কারণ দর্শাতে আদালতে তলব
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ১২:৩৭ দুপুর
ছবি: সংগৃহিত
রাজশাহীতে হত্যা মামলার আসামি লিমন মিয়াকে পুলিশ হেফাজতে থাকার সময় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ কেন দেওয়া হলো,এ বিষয়ে ব্যাখ্যা দিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে আদালতে তলব করা হয়েছে। আগামী ১৯ নভেম্বর তাকে সশরীরে হাজির হয়ে কারণ দর্শাতে হবে।
শনিবার (১৫ নভেম্বর) রাজশাহীর রাজপাড়া থানার আমলী আদালতের বিচারক মো. মামুনুর রশিদ এ আদেশ দেন।
১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় ঢুকে তাঁর ১৭ বছর বয়সী ছেলে তাওসিফ রহমানকে ধারালো ছুরি দিয়ে নৃশংসভাবে হত্যা করেন লিমন মিয়া। একই ঘটনায় জজের স্ত্রী তাসমিন নাহার লুসিকেও গুরুতর জখম করা হয়। ঘটনার পরপরই লিমনকে গ্রেপ্তার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আদালতের আদেশে বলা হয়, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আসামি লিমনকে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সামনে এনে ভিকটিমকে দোষারোপ করার সুযোগ দেওয়া হয়েছে। যা সুপ্রিম কোর্টের নির্দেশনা-বিশেষত আয়শা সিদ্দিকা মিন্নি বনাম রাষ্ট্র (৩৯ বিএলডি ৪৭০) মামলার রায়ের,স্পষ্ট লঙ্ঘন।
আদালত মতামত দেয়, চলমান তদন্ত ও বিচার প্রক্রিয়ার স্বার্থে পুলিশ হেফাজতে থাকা আসামির কোনো বক্তব্য মিডিয়ায় প্রচার করা আইনগতভাবে নিষিদ্ধ। অথচ লিমন মিয়ার বক্তব্য সম্প্রচারিত হওয়ায় আদালতের দৃষ্টিতে তা গুরুতর অনিয়ম এবং দায়িত্বে অবহেলা হিসেবে প্রতীয়মান হয়েছে।
কেন এই অবহেলার জন্য আরএমপি কমিশনারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা ব্যাখ্যা দিতে তাকে আগামী ১৯ নভেম্বর সশরীরে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত জানিয়েছে, পরবর্তী শুনানিতে কমিশনারের ব্যাখ্যা গ্রহণের পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
ঘটনাটি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
বাংলাধারা/এসআর
