ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে রায় পাঠ শুরু

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০২:০৫ দুপুর  

ছবি: সংগৃহিত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় পড়া শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

সোমবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টা ৪৫ মিনিটে ট্রাইব্যুনাল-১-এ ৪৫৩ পৃষ্ঠার রায়ের সারাংশ পাঠ শুরু করেন চেয়ারম্যান বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী। পর্যায়ক্রমে রায়ের অংশ পড়বেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি গোলাম মুর্তূজা মজুমদার। রায়টি বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

মামলার তিন আসামি- শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। 

অভিযোগগুলো হলো-

গণভবনে সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্য দেওয়া,
রংপুরে বিশ্ববিদ্যালয় ছাত্র আবু সাঈদকে হত্যা,
হেলিকপ্টারে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ,
চাঁনখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা,
এবং আশুলিয়ায় ৬ জনকে হত্যা ও লাশ পোড়ানোর নির্দেশ।

গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ইতোমধ্যে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। অপর দুই আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান বর্তমানে ভারতে অবস্থান করছেন।

সোমবার সকাল সোয়া ৯টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে প্রিজনভ্যানে করে মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত আছেন জুলাই-অগাস্টের আন্দোলনে নিহতদের পরিবার ও আন্দোলনকারীদের কয়েকজন প্রতিনিধি।

রায়কে ঘিরে রাজধানীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাইকোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় ব্যারিকেড বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। দোয়েল চত্বর থেকে শিক্ষাভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের ফটকের সামনে অবস্থান নিয়েছে সেনাবাহিনী।

ট্রাইব্যুনালের ভেতর ও বাইরে পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন সংস্থার সদস্যদের কড়া পাহারায় পুরো এলাকা সতর্ক অবস্থায় রয়েছে।

বাংলাধারা/এসআর