ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯টি ফায়ার ইউনিট

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০৩:২৩ দুপুর  

ছবি: সংগৃহিত

গাজীপুরের বাঘেরবাজার এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করে কারখানার ভিতরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত নিরাপদ স্থানে সরে যান। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপপরিচালকের নির্দেশনায় নিরাপদ দূরত্ব বজায় রেখে আগুন নিয়ন্ত্রণে কাজ চালাচ্ছেন।

রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রবিউল ইসলাম জানান, “আগুন নিয়ন্ত্রণে আনা না পর্যন্ত আমাদের কর্মীরা কাজ চালিয়ে যাবেন। আশপাশের মানুষদেরও নিরাপদ স্থানে থাকার জন্য সতর্ক করা হয়েছে।”

ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর আলম বলেন, “আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত আছি। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

কারখানার মালিকপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার যন্ত্রপাতি বা সংরক্ষিত তেলের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর পরবর্তী সময়ে সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করা হবে।

বাংলাধারা/এসআর