ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

জাতিসংঘ মানবাধিকার প্রতিবেদনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, হাইকোর্ট বললো ‘ঐতিহাসিক দলিল’

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ১০:০৩ রাত  

ছবি: সংগৃহিত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যা, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলি নিয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদনকে ‘ঐতিহাসিক রিপোর্ট’ হিসেবে ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট।

বুধবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই রায় প্রকাশ করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমদের করা রিটের ওপর রুল শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই গুরুত্বপূর্ণ রায় দেন।

এর আগে গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনে থাকা তথ্যকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণা করে আদেশ দেন হাইকোর্ট।

নতুন প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে বিচার বিভাগ আরও স্পষ্ট নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে-

জাতিসংঘের ওই প্রতিবেদনকে ‘জুলাই বিপ্লব-২০২৪’ শিরোনামে গেজেট প্রকাশ করা

জাতীয় আর্কাইভ, সরকারি পাবলিক লাইব্রেরি ও অন্যান্য রাষ্ট্রীয় সংরক্ষণাগারে এটি সংরক্ষণ

সরকারি ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করে জনগণের জ্ঞানার্জন, গবেষণা ও আইনি প্রয়োজনে সহজলভ্য করা

মানবাধিকার রক্ষা ও গণতান্ত্রিক আন্দোলনের নথিপত্র সংরক্ষণে হাইকোর্টের এই রায়কে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বাংলাধারা/এসআর