৩–৪ কার্যদিবসের মধ্যেই ‘গণভোট আইন’ চূড়ান্ত : আইন উপদেষ্টা
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৯:১১ রাত
ছবি: সংগৃহিত
জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট আয়োজনের প্রস্তুতি হিসেবে আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যেই ‘গণভোট আইন’ প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইন ও বিচারবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে ঘোষণা দিয়েছেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের তারই আলোকে জরুরি ভিত্তিতে আইন তৈরি করা হচ্ছে। তিনি বলেন, “গণভোটের জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো খুব দ্রুতই তৈরি হবে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে।”
এর আগে ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানান। সেদিনই তিনি ঘোষণা দেন যে একই দিনে অনুষ্ঠিত হবে জাতীয় গণভোটও।
তিনি আরও বলেন, নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন করলে ব্যয় কমবে, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং জাতীয় অংশগ্রহণ উৎসবমুখর হবে। একই সঙ্গে চলমান সংস্কার প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।
গণভোটে নাগরিকেরা চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে একটি মাত্র প্রশ্নের মাধ্যমে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে তাঁদের মতামত জানাবেন। তবে বিষয়গুলোর বিস্তারিত শিগগিরই জানানো হবে বলে ব্রিফিংয়ে ইঙ্গিত দেন আইন উপদেষ্টা।
সরকারের দাবি, গণভোট আইন দ্রুত প্রণয়ন ও নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট আয়োজন, উভয়ই গণতান্ত্রিক সংস্কার ও জনগণের মতামত প্রতিফলনের একটি নতুন অধ্যায় সূচনা করবে।
বাংলাধারা/এসআর
