ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০৭:০৩ বিকাল  

ছবি: সংগৃহিত

দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পে ঘরবাড়ি ধসে ও বিভিন্ন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা ও সংহতি জানান।

তারেক রহমান বলেন, রাজধানী ঢাকার উচ্চ ভবনগুলোসহ দেশের বহু স্থানে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাপ্ত তথ্যমতে এ পর্যন্ত ৬ জনের প্রাণহানি এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।

“বাংলাদেশে সংঘটিত প্রবল ভূমিকম্পে মানুষের মৃত্যুর ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।”  বলেন তিনি।

তিনি আরও বলেন, “এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন নিহতদের পরিবারকে শোক সহ্য করার শক্তি দান করেন।”

সরকারের প্রস্তুতির ঘাটতির বিষয় উল্লেখ করে তারেক রহমান বলেন, দুর্যোগের পূর্ব-সতর্কতা ও দক্ষ ব্যবস্থাপনা থাকলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব হতো। বাংলাদেশের মানুষ অতীতেও বহু প্রাকৃতিক দুর্যোগ 

মোকাবিলা করে ঘুরে দাঁড়িয়েছে, আজকের ভূমিকম্পের ক্ষতি কাটিয়ে উঠতেও তারা সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিএনপি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে উল্লেখ করে তিনি ভূমিকম্পে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

শেষে তিনি বলেন, “মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।”

বাংলাধারা/এসআর