ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৭:০২ বিকাল  

ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ। রোববার দুপুরে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, গত শুক্রবার (২১ নভেম্বর) দিল্লিতে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধপত্র পাঠানো হয়েছে, যাতে দণ্ডিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে বাংলাদেশের হাতে ফেরত দেওয়া হয়।

এর আগে ১৭ নভেম্বর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় রাজসাক্ষী হিসেবে থাকা পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

৪৫৩ পৃষ্ঠার রায়ে ট্রাইব্যুনাল উল্লেখ করে, জুলাই গণঅভ্যুত্থানের সময় নির্বিচারে হত্যাকাণ্ডসহ নিষ্ঠুর মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থতা এবং অপরাধে প্রত্যক্ষ-পরোক্ষভাবে সম্পৃক্ততার’ প্রমাণ পাওয়া যাওয়ায় সর্বোচ্চ শাস্তি দেওয়া ছাড়া ন্যায়বিচার নিশ্চিত হতো না বলেও রায়ে উল্লেখ করা হয়।

রায়ে আরও নির্দেশ দেওয়া হয়, দণ্ডপ্রাপ্ত দুজনের দেশে থাকা সব সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে। বর্তমানে তারা দু’জনই ভারতে অবস্থান করছেন।

টানা ১৫ বছর দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শেখ হাসিনা গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন। পরবর্তীতে তিনি ভারতেই অবস্থান নেন। বাংলাদেশের ইতিহাসে তিনি রাষ্ট্রপ্রধান পর্যায়ের প্রথম ব্যক্তি, যাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত করা হলো। এর আগে গত ২ জুলাই তাকে আদালত অবমাননার দায়ে ছয় মাসের কারাদণ্ডও দিয়েছিল ট্রাইব্যুনাল।

রায় ঘোষণার পর থেকেই আইনগত প্রশ্ন উঠেছিল- ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করা সম্ভব হবে কি না। এমন প্রেক্ষাপটে ভারতকে পাঠানো আনুষ্ঠানিক চিঠির বিষয়টি নিশ্চিত করলেন পররাষ্ট্র উপদেষ্টা।

বাংলাধারা/এসআর