মির্জা ফখরুল: বিভক্তি বাড়লে সাংবাদিকরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৫:১৬ বিকাল
ছবি: সংগৃহিত
সাংবাদিক সমাজে বিভক্তি যত বাড়ছে, ততই তারা নিজেরাই রাজনীতিকদের প্রভাবের মধ্যে ঢুকে পড়ছেন- এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘মিডিয়া সংস্কার প্রতিবেদন পর্যালোচনা’ সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আপনাদের তো অনেকগুলো ইউনিয়ন- বিএফইউজে, ডিআরইউসহ নানাভাবে বিভক্ত। আবার রাজনৈতিক দুটি দলের অনুসারী হিসেবেও সাংবাদিক সমাজ ভেঙে যাচ্ছে। যখন সাংবাদিকরা নিজেরাই দলীয় হয়ে পড়েন, তখন রাজনৈতিক দলগুলোও তাদের নিজেদের পকেটে নিতে চায়। আপনারা যদি নিজেরাই পকেটে ঢুকে যান, তখন বড় সমস্যা তৈরি হয়।”
বাংলাদেশে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তাদের ঘোষিত ৩১ দফা কর্মসূচিতেই একটি শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এজন্য ক্ষমতায় গেলে একটি মিডিয়া কমিশন গঠনের অঙ্গীকারও দলটি আগেই জানিয়েছে।
তিনি বলেন, “আমরা জনগণের ভোটে সরকার গঠনের দায়িত্ব পেলে গণমাধ্যম সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। স্বাধীন গণমাধ্যম না থাকলে গণতন্ত্র শক্তিশালী হতে পারে না।”
বাংলাধারা/এসআর
