ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

খুলনায় আদালতের সামনে দুই যুবককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৪:০৭ দুপুর  

ছবি: সংগৃহিত

খুলনায় জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে প্রকাশ্যে দুই যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ নভেম্বর) দুপুরে শহরের ব্যস্ততম ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নতুন বাজার এলাকার হাসিব এবং বাগমারা এলাকার রাজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে আদালত চত্বরে মোটরসাইকেলে করে আসা কয়েকজন সন্ত্রাসী হাসিব ও রাজনকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি ছোড়ে। গুলির শব্দে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি। এখানে রক্ত, গুলির খোসা, চাপাতি এবং দুটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখা গেছে। প্রাথমিকভাবে দুজনকে গুলি করা হয়েছে বলে নিশ্চিত হয়েছি। কারা এ হামলা চালিয়েছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) রোকনুজ্জামান জানান, ঘটনাস্থলেই হাসিব মারা যায়। আর গুরুতর আহত রাজনকে খুলনা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, নিহত দুইজনই কথিত সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, তারা আদালতে হাজিরা দিতে এসেছিলেন।

ঘটনার পর আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলাকারীদের শনাক্তে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

বাংলাধারা/এসআর