তারেক রহমান ভোটার নন, তবে আবেদন সাপেক্ষে ভোট ও প্রার্থীতা সম্ভব: ইসি সচিব
প্রকাশিত: ডিসেম্বর ০১, ২০২৫, ০৩:২৭ দুপুর
ছবি: সংগৃহিত
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হননি। তবে ইচ্ছা ও প্রয়োজন অনুযায়ী আবেদন করলে এবং কমিশনের অনুমতি থাকলে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এবং প্রার্থীও হতে পারবেন।
সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব বলেন, “তারেক রহমান ভোটার হয়েছেন কি না, আমার জানা মতে না। তবে কমিশন চাইলে এবং আবেদন সাপেক্ষে তিনি ভোট দিতে পারবেন।”
যদি কমিশন সিদ্ধান্ত নেয়ার ভিত্তি জানতে চাইলে তিনি বলেন, “আইনে এর জন্য স্পষ্ট প্রক্রিয়া আছে। বিস্তারিত জানতে ভোটার তালিকা নিবন্ধন আইন দেখতে হবে, আমার মুখস্ত নেই।”
সচিবের এই মন্তব্যে স্পষ্ট হলো, ভোটার না হওয়া সত্ত্বেও আইনের অনুমোদন পেলে তারেক রহমান ভোটার হিসেবে অংশগ্রহণ করতে পারেন এবং সংসদ নির্বাচনে প্রার্থী হতে সক্ষম হবেন।
বাংলাধারা/এসআর
