নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হবে: নির্বাচন কমিশনার
প্রকাশিত: ডিসেম্বর ০১, ২০২৫, ০৩:৩৫ দুপুর
ছবি: সংগৃহিত
নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের প্রার্থীকে শো-কজ ছাড়াই সরাসরি প্রার্থিতা বাতিল করা হবে।
সোমবার (১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ বন্দরের সায়রা গার্ডেনে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
নির্বাচন কমিশনার আরও বলেন, “যেকোনো নির্বাচনের আয়োজন যাতে সুষ্ঠু হয়, সে বিষয়ে আমরা বিশেষ সতর্ক থাকব। যেখানে জরিমানা বা জেল দেওয়া প্রয়োজন, সেখানে ম্যাজিস্ট্রেটরা সবসময় কার্যকর পদক্ষেপ নেবেন।”
নির্বাচনকালে পোস্টারের ব্যবহার নিয়েও কমিশনারের কঠোর অবস্থান স্পষ্ট হয়। তিনি জানান, “এবার নির্বাচনের সময় কোনো পোস্টার থাকবে না। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা বিষয়টিতে কঠোর নজর রাখব। প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে যা যা করা দরকার, তা আমরা করব।”
নির্বাচন কেন্দ্রে আইন-শৃঙ্খলা নিশ্চিত করার জন্য কমিশন একটি মনিটরিং সেল পরিচালনা করবে। কমিশনার বলেন, “আইন-শৃঙ্খলা ও প্রশাসনের সমন্বয়ে যেকোনো মুহূর্তে সহজে সিদ্ধান্ত নেওয়া যাবে। আমরা আশা করি, এবারের নির্বাচন হবে দেশের জন্য একটি সর্বোত্তম নির্বাচন।”
কর্মশালায় উপস্থিত ছিলেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, উপসচিব মো. মোস্তফা হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী প্রমুখ।
বাংলাধারা/এসআর
