তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন আহমদ
প্রকাশিত: ডিসেম্বর ০২, ২০২৫, ১১:০২ দুপুর
ছবি: সংগৃহিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই লন্ডন থেকে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। তবে তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ তিনি উল্লেখ করেননি।
বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “তিনি শিগগির আসবেন, ইনশাআল্লাহ।”
সোমবারের এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান।
২০০৮ সালের সেপ্টেম্বরে উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যাওয়া তারেক রহমান এরপর থেকে সেখানেই অবস্থান করছেন। তার বিরুদ্ধে প্রায় শতাধিক মামলা থাকলেও বিএনপির দাবি, এসব মামলার বেশিরভাগই ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আওয়ামী লীগ সরকারের পতনের পর চলতি বছরের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়ায় একে একে সব মামলা থেকে অব্যাহতি পান তিনি।
স্থায়ী কমিটির বৈঠক সম্পর্কে সালাহউদ্দিন আহমদ জানান, এটি ছিল দলের নিয়মিত বৈঠক। রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং প্রচারণা কৌশলসহ বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে।
দলের আরেক দায়িত্বশীল নেতা জানিয়েছেন, বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যগত সর্বশেষ অবস্থা নিয়েও আলোচনা হয়।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, “ম্যাডামের স্বাস্থ্যসংশ্লিষ্ট যেকোনো তথ্য তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনই গণমাধ্যমকে জানাবেন।”
বাংলাধারা/এসআর
