ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার, প্রধান ফটকে বসানো হলো ব্যারিকেড

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ডিসেম্বর ০২, ২০২৫, ১১:৫১ দুপুর  

ছবি: সংগৃহিত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঘিরে হাসপাতালের নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। সোমবার গভীর রাত থেকে হাসপাতালের মূল ফটকে ব্যারিকেড বসিয়ে বাড়ানো হয়েছে পুলিশি টহল।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে দেখা যায়, হাসপাতালের প্রধান গেটের দুই পাশে ব্যারিকেড স্থাপন করে পুলিশ নিরাপত্তা বলয় তৈরি করেছে। হাসপাতাল-সংশ্লিষ্ট নয় এমন কাউকে আশপাশে দাঁড়াতে বা জটলা করতে দেওয়া হচ্ছে না।

সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা জানান, রাত ২টার দিকে হাসপাতালের সামনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। রোগী ও তাদের স্বজনদের স্বাভাবিক যাতায়াত ঠিক রেখে আশেপাশে অযাচিত ভিড় ঠেকানোই তাদের মূল দায়িত্ব।

হাসপাতাল সূত্র বলছে, সাধারণ রোগীদের চলাচল নির্বিঘ্ন রাখতে এবং খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে এই নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে সোমবার গভীর রাতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

হাসপাতালে তারা দায়িত্বপ্রাপ্ত মেডিকেল টিমের সঙ্গে খালেদা জিয়ার চলমান চিকিৎসা ও সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেন। তবে হাসপাতাল থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের কোনো মন্তব্য করেননি মির্জা ফখরুল।

বাংলাধারা/এসআর