ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

তারেক রহমান এখনো ট্রাভেল পাস আবেদন করেননি: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ডিসেম্বর ০২, ২০২৫, ০৩:৩০ দুপুর  

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখনো কোনো ধরনের ট্রাভেল পাসের আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, “তারেক রহমান চাইলে সরকার ট্রাভেল পাস ইস্যু করবে।”

মঙ্গলবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দল বা পরিবার সিদ্ধান্ত নিলে সরকার তাকে বিদেশে পাঠাতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, “সরকার এ বিষয়ে কোনো বাধা দেবে না। সিদ্ধান্ত পরিবার বা দলের।”

তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে আবারও তিনি বলেন, “তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি। চাইলে ইস্যু করা হবে। তাঁর ঢাকায় ফেরার বিষয়ে সরকারকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।”

এদিকে এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত ব্রিফিংয়ে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে তথ্য দেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, “ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, বেগম জিয়া তা গ্রহণ করতে পারছেন। আমরা দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চাইছি।”

তিনি জানান, বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি রয়েছে কি না, সে বিষয়ে মেডিকেল বোর্ডের পরামর্শ নেওয়া হচ্ছে। বোর্ডের সিদ্ধান্ত ছাড়া বিদেশে নেওয়ার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
ডা. জাহিদ আরও বলেন, “সংকটময় এই সময়ে সবাই দোয়া করুন। সবার দোয়ায় হয়তো তিনি আবার সুস্থ হয়ে উঠবেন।”

দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। শ্বাসকষ্ট বেড়ে গেলে ২৩ নভেম্বর তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকদের মতে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পাশাপাশি আরও কিছু জটিল সমস্যার মুখোমুখি হয়েছেন।

গত কয়েক দিনে অবস্থার অবনতি হলে প্রথমে তাকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়। পরে গত রোববার ভোরে অবস্থার আরও অবনতি দেখা দিলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

 

বাংলাধারা/এসআর