খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা এভারকেয়ারে
প্রকাশিত: ডিসেম্বর ০৩, ২০২৫, ১২:৩৬ দুপুর
ছবি: সংগৃহিত
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে চার সদস্যের এক বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে কার্যক্রম শুরু করেছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে দলটি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) প্রবেশ করে তাঁর বর্তমান শারীরিক পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে।
হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসকদলের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাজ্যের অভিজ্ঞ ফিজিশিয়ান ড. রিচার্ড বিউল। আগমনের পরই তারা স্থানীয় মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা পদ্ধতি, ঝুঁকি-ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্য জটিলতা মোকাবিলায় নতুন পরিকল্পনা তৈরি নিয়ে আলোচনা শুরু করেন।
সূত্রটি আরও জানায়, খালেদা জিয়া এখনো সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর অবস্থা সংকটাপন্ন হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন। বিদেশি চিকিৎসকরা তাঁর সাম্প্রতিক টেস্ট রিপোর্ট, বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের সাপোর্ট সিস্টেম, ক্লিনিক্যাল নোটসহ সব ডকুমেন্টেশন পর্যালোচনা করেছেন। প্রথম দিনের আলোচনায় তারা চিকিৎসা ব্যবস্থাপনার কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মতবিনিময় করে অগ্রাধিকার নির্ধারণ করেন।
স্থানীয় ও আন্তর্জাতিক চিকিৎসকদের যৌথ প্রচেষ্টা দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনা, অর্গান সাপোর্ট এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আরও উন্নত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। বিএনপির নেতাদের মতে, বিশ্বমানের বিশেষজ্ঞদের এই সম্পৃক্ততা খালেদা জিয়ার চিকিৎসায় নতুন গতি ও আস্থা যোগ করেছে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও শারীরিক জটিলতা দেখা দেওয়ায় গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে ভর্তি করা হয়। আর্থরাইটিস, কিডনি জটিলতা, ফুসফুসের সমস্যা, ডায়াবেটিস ও চোখের দীর্ঘমেয়াদি নানা রোগে তিনি বহুদিন ধরে ভুগছেন।
এভারকেয়ার হাসপাতাল এবং বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের যুক্ত হওয়ায় চিকিৎসা ব্যবস্থাপনা আরও সমন্বিত, বিজ্ঞানভিত্তিক ও আধুনিক পদ্ধতিতে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বাংলাধারা/এসআর
