ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট উৎসবমুখর হবে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ডিসেম্বর ০৩, ২০২৫, ১২:৪৯ দুপুর  

ছবি: সংগৃহিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, অবাধ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

বুধবার (৩ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

ড. ইউনূস বলেন, বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান দেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তিনি দেশের নিরাপত্তা রক্ষা, সন্ত্রাস দমন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

কোর্স সম্পন্নকারী সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “ন্যাশনাল ডিফেন্স কলেজে আপনাদের যে দীর্ঘমেয়াদি অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন হয়েছে, তা জাতীয় উন্নয়ন, নীতি-প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।” তিনি আরও উল্লেখ করেন, নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে উচ্চমানের শিক্ষা প্রদানে এনডিসি ইতোমধ্যে দেশ-বিদেশে ‘উৎকর্ষ কেন্দ্র’ হিসেবে প্রতিষ্ঠিত।

আন্তর্জাতিক অঙ্গনের দ্রুত পরিবর্তন, বৈশ্বিক ঝুঁকি, নিরাপত্তা ও উন্নয়ন, সব মিলিয়ে দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে এনডিসির ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

সভায় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

তিনি বলেন, “ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হবে। জনগণের অংশগ্রহণই হবে এ নির্বাচনের মূল শক্তি।”

সমাপনী অনুষ্ঠানে জানানো হয়, এবার ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশ নেন ৯৬ জন কোর্স সদস্য, এর মধ্যে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর ৪৯ জন, অসামরিক প্রশাসনের ১৮ জন এবং ভ্রাতৃপ্রতিম ১৮টি দেশের ২৯ জন প্রতিনিধি। এছাড়া বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর মোট ৫৬ জন কর্মকর্তা সফলভাবে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৫ সম্পন্ন করেন।

বাংলাধারা/এসআর