ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ডিসেম্বর ০৩, ২০২৫, ১১:৪০ রাত  

ছবি: সংগৃহিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে এভারকেয়ার হাসপাতালে গেলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দলীয় চেয়ারপারসনের চিকিৎসক দল, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, প্রধান উপদেষ্টাকে খালেদা জিয়ার চিকিৎসাবিষয়ক আপডেট দেন এবং সিসিইউতে তাঁর কাছে নিয়ে যান।

প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন ড. ইউনূস। এসময় তিনি খালেদা জিয়ার বর্তমান অবস্থা, চিকিৎসা কার্যক্রম ও উন্নতির সম্ভাবনা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত কথা বলেন।

এর আগের রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন দেশের তিন বাহিনীর প্রধান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। সেখানে পরীক্ষায় তাঁর ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। অবস্থার অবনতি হওয়ায় ২৭ নভেম্বর থেকে তাঁকে সিসিইউতে রেখে নিবিড় চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা।

বিএনপি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন এবং চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বাংলাধারা/এসআর