ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
প্রকাশিত: ডিসেম্বর ০৪, ২০২৫, ১০:১৮ দুপুর
ছবি: সংগৃহিত
রাজধানী ঢাকায় সকালে হালকা ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.১। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। অফিসপাড়া, আবাসিক এলাকা ও উচ্চ ভবনগুলোর বাসিন্দাদের মধ্যে মুহূর্তের জন্য শঙ্কা ছড়িয়ে পড়ে।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার-ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল টঙ্গী থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্বে এবং নরসিংদী শহর থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার।
এর আগে চলতি সপ্তাহের শুরুতেই কক্সবাজার ও চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হয়। সোমবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ার বাসিন্দারা হালকা কম্পন টের পান।
দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভূমিকম্প অনুভূত হওয়ায় ভূ-তাত্ত্বিক বিশেষজ্ঞরা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।
বাংলাধারা/এসআর
