গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প
প্রকাশিত: ডিসেম্বর ০৪, ২০২৫, ১০:৩১ দুপুর
ছবি: সংগৃহিত
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ খুব শিগগিরই কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত ১০ অক্টোবর শুরু হওয়া যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে এ পর্যন্ত ৫০০ বারের বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় যুদ্ধবিরতির মধ্যেও প্রায় ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের ওপর বিমান ও কামান হামলা চালিয়ে অন্তত পাঁচজনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এর আগে ইসরায়েল দাবি করে, তাদের সেনাদের ওপর হামলা চালানোয় হামাসকে লক্ষ্য করেই পাল্টা হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি সেনাদের ওপর কথিত হামলার বিষয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, “আজ একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে কয়েকজন গুরুতর আহত হয়েছেন, সম্ভবত কেউ কেউ মারা গেছেন। কিন্তু যুদ্ধবিরতি চলছে। মধ্যপ্রাচ্যে শান্তি এগিয়ে চলছে, যদিও সাধারণ মানুষ তা বুঝতে পারে না। দ্বিতীয় ধাপও সমান্তরালে এগোচ্ছে, এটি শিগগিরই কার্যকর হবে।”
হামাসের কাছে ইসরায়েলের বাকি রয়েছে মাত্র দুই জিম্মি, এর একজন থাইল্যান্ডের নাগরিক। জিম্মিদের ফেরত দেওয়ার পরই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা থাকলেও ইসরায়েল এ বিষয়ে গড়িমসি করছে বলে অভিযোগ রয়েছে।
যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে এ ধাপ বাস্তবায়নের জন্য বেশ কয়েকটি মেকানিজম নির্ধারণ করেছে। পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ধাপ শুরু হলে গাজার প্রশাসনের দায়িত্ব নেবে একটি টেকনোক্র্যাট সরকার, আর হামাসের পরিবর্তে নিরাপত্তা দায়িত্ব পালন করবে আন্তর্জাতিক বাহিনী।
বাংলাধারা/এসআর
