মধ্যরাত থেকে সকালে যেকোনো সময় লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে
প্রকাশিত: ডিসেম্বর ০৪, ২০২৫, ০৩:২৪ দুপুর
ছবি: বাংলাধারা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশে উন্নত চিকিৎসার সীমাবদ্ধতা ও শারীরিক অবস্থার ক্রমাবনতি বিবেচনায় লন্ডনে নেওয়ার প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়েছে। দলীয় সূত্র ও চিকিৎসকরা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার মধ্যরাতেই অথবা আগামীকাল শুক্রবার সকালেই তাঁকে লন্ডনে স্থানান্তর করা হতে পারে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী দ্রুত তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন হয়ে পড়েছে।
এদিকে মেডিকেল বোর্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক **শাহাবুদ্দিন তালুকদার** *সমকাল*কে বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে **শুক্রবার সকালেই** লন্ডনের উদ্দেশে রওনা হতে পারেন দেশের সাবেক প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে থাকবেন **ছয়জন চিকিৎসকসহ মোট ১৪ সদস্যের** একটি টিম, যারা পুরো যাত্রাপথে চিকিৎসা–সেবা ও নিরাপত্তা নিশ্চিত করবেন।
চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও জটিল; তাই বিদেশে নেওয়ার প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে।
বাংলাধারা/এসআর
