ঢাকায় পৌঁছালেন ডা. জুবাইদা, সরাসরি এভারকেয়ার হাসপাতালে গমন
প্রকাশিত: ডিসেম্বর ০৫, ২০২৫, ১১:১৬ দুপুর
ছবি: সংগৃহিত
লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তার বহনকারী ফ্লাইট। দেশে ফিরেই তিনি ভিআইপি গেট দিয়ে বের হয়ে সরাসরি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন ডা. জুবাইদা।
এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা আপাতত পিছিয়েছে। কাতারের আমির প্রদত্ত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি সমস্যার কারণে শুক্রবার ঢাকায় পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, সব ঠিক থাকলে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার আসতে পারে।
মির্জা ফখরুল বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা অনুকূলে থাকলে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে ইনশা-আল্লাহ আগামী রবিবার তিনি ফ্লাই করবেন।”
বাংলাধারা/এসআর
