পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের উত্তেজনা, মধ্যরাতে তীব্র গোলাগুলি
প্রকাশিত: ডিসেম্বর ০৬, ২০২৫, ১২:২২ দুপুর
ছবি: সংগৃহিত
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার মধ্যরাতের পর দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। শান্তি আলোচনার ভেঙে যাওয়ার পর পরই এই সংঘর্ষ শুরু হয় বলে দুই পক্ষই নিশ্চিত করেছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন, পাকিস্তানি বাহিনী প্রথমে কান্দাহারের বোলদাক এলাকায় হামলা চালায়। অপরদিকে পাকিস্তান বলছে, আফগান সেনারা চামান সীমান্তে ‘বিনা উস্কানিতে’ গুলি ছোড়ে, এরপর তারা পাল্টা জবাব দিতে বাধ্য হয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মোশাররফ জাইদি বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।”
এর মাত্র দুই দিন আগে সৌদি আরবে দু’পক্ষের শান্তি আলোচনা হয়। তবে ওই বৈঠকে কোনো অগ্রগতি হয়নি। এরপরও তারা যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু প্রতিশ্রুতির পরই সীমান্তে নতুন করে গোলাগুলি পরিস্থিতিকে আবার অস্থিতিশীল করে তুলেছে।
গত অক্টোবরেই দুই পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষ হয়, যা কাতার ও তুরস্কের মধ্যস্থতায় কিছুটা থেমেছিল। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। কিন্তু সপ্তাহ পেরোতেই আবার উত্তেজনা ফিরে এলো।
ইতিমধ্যে পাকিস্তানে একের পর এক আত্মঘাতী ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ইসলামাবাদ দাবি করছে- এসব হামলার সঙ্গে আফগান ভূখণ্ডের জড়িতরা যুক্ত। তবে কাবুল এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির জন্য আফগানিস্তানকে দায়ী করা যায় না।
২০২১ সালে তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে সীমান্ত ইস্যু নিয়ে উত্তেজনা বাড়ছে। গত অক্টোবরের সংঘর্ষে কয়েকশ মানুষের প্রাণহানি ঘটে- যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সীমান্ত-সংঘাত হিসেবে উল্লেখ করা হয়। সূত্র: রয়টার্স
বাংলাধারা/এসআর
