শারীরিক অবস্থার ওপরই নির্ভর করছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা: ডা. জাহিদ
প্রকাশিত: ডিসেম্বর ০৬, ২০২৫, ০৮:৩২ রাত
ছবি: সংগৃহিত
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সব প্রস্তুতি থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর, এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বেগম জিয়ার স্বাস্থ্যসংশ্লিষ্ট প্রতিটি বিষয়ই মেডিক্যাল বোর্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।
ডা. জাহিদ জানান, খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে কাতার সরকারের একটি এয়ার অ্যাম্বুল্যান্স আসার কথা ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে সেটি পৌঁছায়নি। এমনকি অ্যাম্বুল্যান্সটি এলেও সে সময় খালেদা জিয়ার ফ্লাই করার মত শারীরিক সক্ষমতা ছিল না বলে মেডিক্যাল বোর্ড মত দিয়েছিল।
তিনি বলেন, “সব প্রস্তুতি আমাদের সম্পূর্ণ আছে। কিন্তু বেগম জিয়াকে বিদেশে নেওয়া হবে কবে—তা নির্ভর করছে তার শরীরের বর্তমান অবস্থার ওপর। মেডিক্যাল বোর্ড যখনই ‘ফ্লাই ফিট’ ঘোষণা করবে, আমরা তাকে তখনই বিদেশে নিয়ে যাব।”
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অসত্য তথ্য বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। বলেন, “গুজব ছড়াবেন না, গুজবে কানও দেবেন না। দেশের মানুষকে সত্য তথ্য দেওয়ার দায়িত্ব আমরা পালন করছি।”
বাংলাধারা/এসআর
