খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুল্যান্স ফ্লাইট ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা
প্রকাশিত: ডিসেম্বর ০৬, ২০২৫, ০৮:৫৬ রাত
ছবি: সংগৃহিত
চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে নির্ধারিত এয়ার অ্যাম্বুল্যান্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে ফ্লাইট শিডিউল অনুমোদন করেছে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ল্যান্ডিং ক্লিয়ারেন্স দিয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। তিনি জানান, ৯ ডিসেম্বর এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় অবতরণ করবে এবং ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে ঢাকা ত্যাগ করবে। ভিভিআইপি মুভমেন্ট বিবেচনায় ল্যান্ডিং থেকে টেকঅফ পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি রাখা হয়েছে। চূড়ান্ত সময় ও রুট নিশ্চিত হলেই সংশ্লিষ্ট সব ইউনিটকে সক্রিয় করা হবে।
এদিকে এদিন বিকেলে এভারকেয়ার হাসপাতালের বাইরে ব্রিফিংয়ে মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো বিমান ভ্রমণের উপযোগী নয়। এ কারণেই তার লন্ডনযাত্রা বিলম্বিত হচ্ছে।
তিনি বলেন, শুক্রবার যে এয়ার অ্যাম্বুল্যান্সটি আসার কথা ছিল, সেটিতে কারিগরি সমস্যা দেখা দেয়। তবে একই সময়ে মেডিকেল বোর্ড মূল্যায়ন করে জানায়, খালেদা জিয়ার সে মুহূর্তে আন্তর্জাতিক ফ্লাইটে ওঠা নিরাপদ হবে না। তাই বিদেশে নেওয়ার প্রক্রিয়া স্থগিত রাখতে হয়।
ডা. জাহিদ হোসেন আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির ওপরই নির্ভর করছে ভবিষ্যৎ সিদ্ধান্ত। মেডিকেল বোর্ড চিকিৎসাবিষয়ক পরামর্শ অনুযায়ী ‘ফ্লাই ফিট’ ঘোষণা করলে তখনই তাকে বিদেশে নেওয়া হবে।
বাংলাধারা/এসআর
