ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্তে ইসির পর্যালোচনা বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ডিসেম্বর ০৭, ২০২৫, ১২:২২ দুপুর  

ছবি: সংগৃহিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি পর্যালোচনায় গুরুত্বপূর্ণ বৈঠক শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। যে কোনো দিনই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে, আজকের বৈঠক সেই ঘোষণারই পূর্বধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসির ১০তম সভা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত আছেন অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

বৈঠকে আলোচনার প্রধান বিষয়সমূহ

তফসিল ঘোষণার আগে এবং পরে কমিশনের করণীয় কাজগুলো আইন ও রীতির আলোকে যাচাই করা হচ্ছে। পাশাপাশি নির্বাচনের লজিস্টিক, মানবসম্পদ ও মাঠপর্যায়ের সমন্বয় পরিস্থিতি পর্যালোচনা করছে ইসি।

দ্বিমুখী জাতীয় প্রক্রিয়ার (গণভোট ও সংসদ নির্বাচন) সার্বিক প্রস্তুতি কোথায় দাঁড়িয়ে আছে, তার হালনাগাদ প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে বৈঠকে।

জেলা-উপজেলা প্রশাসন, রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় আরও শক্তিশালী করতে পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে।

দলীয় নিবন্ধন সংক্রান্ত নীতিমালা ও আবেদন পদ্ধতির অগ্রগতি নিয়েও আলোচনা চলছে।

জাতীয় পরিচয়পত্র সংশোধনে আবেদন পদ্ধতি পর্যালোচনা এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চূড়ান্ত করার বিষয়টি আলোচ্যসূচিতে রয়েছে।

২৯ নভেম্বর অনুষ্ঠিত মক ভোট থেকে পাওয়া অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের সুপারিশের ভিত্তিতে ভোটকেন্দ্র পরিচালনায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হতে পারে।

বিএমটিএফ থেকে পার্সোনালাইজেশন সেন্টারের ৯টি মেশিন হস্তান্তর, স্মার্ট কার্ড পার্সোনালাইজেশনের বকেয়া বিল পরিশোধ এবং অতিরিক্ত কার্ড মুদ্রণ সংক্রান্ত আর্থিক বিষয়গুলোও আলোচনায় আছে।

যেকোনো সময় আসতে পারে তফসিল

ইসি সূত্র জানায়, আজকের বৈঠক শেষেই যেকোনো সময় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। পাশাপাশি গণভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়েও কমিশন দ্রুত সিদ্ধান্ত নিতে পারে।

বাংলাধারা/এসআর