ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

এভারকেয়ারে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, সিদ্ধান্ত হয়নি লন্ডন যাত্রা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ডিসেম্বর ০৭, ২০২৫, ০১:৫৩ দুপুর  

ছবি: সংগৃহিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা গত কয়েক দিন ধরেই স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে দেওয়া ওষুধ গ্রহণ করতে পারছেন, যা “পরোক্ষ উন্নতি” হিসেবে দেখা যেতে পারে।

হাসপাতালের চিকিৎসকরা বলেন, নতুন কোনো জটিলতা দেখা না দিলে ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হতে পারে। বিএনপির এক চিকিৎসক জানান, “ম্যাডামের অবস্থায় বড় পরিবর্তন নয়, তবে তিনি ওষুধ নিতে পারছেন, এটাই ইতিবাচক।”

খালেদা জিয়ার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন, “ভালো-মন্দ মিলিয়ে ম্যাডাম আগের মতোই আছেন।”

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। লন্ডনে থাকা ডা. জোবায়দা রহমান বর্তমানে দেশে এসে সশরীরে তার চিকিৎসা পর্যবেক্ষণ করছেন।

এদিকে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদিও এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তবুও তার শারীরিক অবস্থা বিমানযাত্রার উপযোগী কি না, সেটাই এখন মূল বিবেচ্য।

তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “বিদেশে নেওয়ার জন্য প্রস্তুতি আছে। তবে মেডিক্যাল বোর্ড যখন মনে করবে তিনি নিরাপদে ভ্রমণ করতে পারবেন, তখনই সিদ্ধান্ত হবে।”

গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর ২৭ নভেম্বর অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি জটিলতা, ফুসফুসের সমস্যা, ডায়াবেটিসসহ একাধিক দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী।

বাংলাধারা/এসআর