ধর্ম দিয়ে রাষ্ট্র বিভাজনকে সমর্থন করে না বিএনপি: মির্জা ফখরুল
প্রকাশিত: ডিসেম্বর ০৭, ২০২৫, ০৩:৪২ দুপুর
ছবি: সংগৃহিত
দেশে ধর্মের নামে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চলছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ধর্মে বিশ্বাসী রাজনৈতিক দল হলেও ধর্মের ভিত্তিতে রাষ্ট্রকে বিভক্ত করার কোনো প্রচেষ্টাকেই সমর্থন করে না।
রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশ বহু ধর্মের মানুষের দেশ। এখানে সব ধর্মের মানুষের সমান অধিকার ও সহাবস্থান নিশ্চিত করা হবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল সবার অংশগ্রহণে একটি বাংলাদেশ গড়া। সেই ধারণা থেকেই তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়েছেন।”
তিনি দাবি করেন, দীর্ঘ ১৫ বছর পর গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ তৈরি হলেও এখনও নানা বাধা রয়েছে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, দলটিকে নেতিবাচক রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে, যা প্রতিহত করতে সবাইকে সজাগ থাকতে হবে, বিশেষ করে সাইবার স্পেসে।
বিএনপির মহাসচিব বলেন, দেশের সব বড় ইতিবাচক পরিবর্তনের সূচনা বিএনপির হাত ধরেই এসেছে। তারেক রহমানের ঘোষণার উদ্ধৃতি দিয়ে তিনি জানান, নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের পরিকল্পনা করা হয়েছে। এটি প্রমাণ করে, বিএনপি সবসময় অগ্রসরধারার রাজনৈতিক দল।
তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের রূপরেখা হিসেবে যে ৩১ দফা বিএনপি প্রকাশ করেছিল, তা দেশের উন্নয়নের জন্য একটি পূর্ণাঙ্গ নির্দেশনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, যা আজও দেশের রাজনৈতিক ব্যবস্থার ভিত্তি।
বেগম খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর চিকিৎসায় জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসকরা কাজ করছেন। “আমরা সবাই অত্যন্ত ভারাক্রান্ত। তারেক রহমান নিজে চিকিৎসা তদারকি করছেন। দেশের মানুষের দোয়া অবশ্যই স্রষ্টা কবুল করবেন,” বলেন তিনি।
বাংলাধারা/এসআর
