অপরিবর্তিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা, আপাতত দেশে চলবে চিকিৎসা
প্রকাশিত: ডিসেম্বর ০৯, ২০২৫, ১২:৫৫ দুপুর
ছবি: সংগৃহিত
দুই সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থায় এখনও উল্লেখযোগ্য উন্নতি হয়নি। গত ২৭ নভেম্বর অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। এরপর থেকে তার চিকিৎসা সেখানেই চলছে।
দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। পাশাপাশি চিকিৎসা তদারকি করছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। তিনি প্রতিদিনই হাসপাতালে গিয়ে শাশুড়ির চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন।
বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল হলেও উন্নতির তেমন অগ্রগতি নেই। নিয়মিত কিডনি ডায়ালাইসিস চলছে। ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও লিভারের জটিলতা আগের অবস্থায়ই আছে।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। চিকিৎসা চলছে।”
একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “উল্লেখযোগ্য উন্নতি নেই। আমরা সাধ্যমতো চেষ্টা করছি, সবাই দোয়া করবেন।”
চিকিৎসকদের মতে, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিমান ভ্রমণের উপযোগী নয়। এ কারণে তাকে আপাতত লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হলে পরবর্তীতে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বি এম আব্দুস সাত্তার বলেন, “যে সিদ্ধান্ত ছিল, ম্যাডামকে লন্ডনে নেওয়া হবে, তা এখনই বাস্তবায়ন হচ্ছে না। দেশে চিকিৎসা চলবে। নতুন সিদ্ধান্ত হলে জানানো হবে।”
চিকিৎসকরা আরও জানান, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তিন দফায় লন্ডনের সম্ভাব্য যাত্রার তারিখ পিছিয়ে দিতে হয়েছে। এখন বিদেশে নেওয়ার পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছে মেডিকেল বোর্ড।
বাংলাধারা/এসআর
