ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

পদে থেকে কোনো উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ডিসেম্বর ০৯, ২০২৫, ০৭:২৬ বিকাল  

ছবি: সংগৃহিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ অবস্থান পরিষ্কার করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা বা সরকারের অন্য কোনো পদে থাকা ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এবং নির্বাচনী প্রচারেও অংশ নিতে পারবেন না।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি জানান, নির্বাচনী আচরণবিধি অনুসারে সরকারের দায়িত্বে থাকা কেউ প্রচার করতে পারবেন না। প্রচার করতে না পারলে তারা প্রার্থীও হতে পারবেন না। তাই পদে থাকা কোনো উপদেষ্টার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।

তিনি আরও জানান, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে। আসন বিন্যাস, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রজ্ঞাপন, মোবাইল কোর্ট পরিচালনা, ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, মনিটরিং সেল, আইন-শৃঙ্খলা সেলসহ প্রায় ২০ ধরনের পরিপত্র জারির প্রস্তুতি নেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পর এসব প্রজ্ঞাপন একে একে প্রকাশ করা হবে।

এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রাহমানেল মাছউদ জানিয়েছেন, তফসিল ঘোষণার আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ইসির দায়িত্ব নয়। তফসিল ঘোষণার পরই সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দায়িত্ব কমিশনের ওপর বর্তাবে। তিনি আরও বলেন, চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো রাজনৈতিক দলের প্রতীক থাকবে না।

তিনি জানান, তফসিল ঘোষণার ভাষণ ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন কমিশন বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার পর সেই দিন সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা এবং নির্বাচন পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

বাংলাধারা/এসআর