ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

বিএনপির লক্ষ্য: নির্বাচনে পূর্ণ জয় অর্জন করে দেশকে এগিয়ে নেওয়া

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০১:৫০ দুপুর  

ছবি: সংগৃহিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বলেন, “আমাদের এখন একটাই লক্ষ্য- এই নির্বাচনে সম্পূর্ণ জয় অর্জন করা। আমাদের অবশ্যই বিজয়ী হয়ে বাংলাদেশের উন্নয়নের পথে এগোতে হবে।”

রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল আরও বলেন, “আগামী নির্বাচনে কে বিএনপির মনোনয়ন পেলেন বা পেলেন না, তা নিয়ে এখন মন খারাপ করার কিছু নেই। এখন গুরুত্বপূর্ণ হলো জনগণকে দেখানো যে, বিএনপি তাদের জন্য কী দিতে পারে।”

তিনি জানিয়েছেন, “বিএনপির পথে অনেক বাধা-বিপত্তি আসবে। আমাদের বিরুদ্ধে প্রচারণা চলবে, চলতেই থাকবে। কিন্তু আমরা সব চ্যালেঞ্জ পেরিয়ে মাথা উঁচু করে দাঁড়াব। বিএনপি কখনো পরাজিত হয়নি, ভবিষ্যতেও হবে না।”

বিএনপিকে দেশের জনগণের দল হিসেবে উল্লেখ করে মহাসচিব বলেন, “বিএনপি হলো মুক্তিযুদ্ধের দল, গণতন্ত্রের সংগ্রামের দল। এই সত্যটি সবসময় মনে রাখতে হবে। আপনারা যেসব মানসিক শক্তি ও ঐক্য নিয়ে এগোবেন, সেটিই আপনার সাফল্যের মূল চাবিকাঠি।”

তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রজন্মের সাফল্য ও অবদানের কথাও স্মরণ করিয়ে দিয়ে বলেন, “১৯৭১ আমাদের অস্তিত্বের ভিত্তি। সম্প্রতি কিছু মিডিয়ায় ‘১৯৭১ সালের প্রজন্ম নিকৃষ্টতম প্রজন্ম’ বলা হয়েছে। এ ধরনের মন্তব্যের সাহস কিভাবে পাওয়া যায়, তা ভাবার বিষয়।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহ্বায়ক এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দলের অন্যান্য নেতারাও অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।


বাংলাধারা/এসআর