ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল আজ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০১:৫৫ দুপুর  

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তপশিল ঘোষণা করবেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার গতকাল বুধবার বিকেলে এই ভাষণ রেকর্ড করেছে।

গতকাল ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ও কমিশনের জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল থেকে নির্বাচন ভবনের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়।

সাংবাদিকদের অবগতির মতে, নির্বাচন কমিশনের সিইসি নাসির উদ্দিনসহ চার কমিশনার দুপুর ১২টা ২০ মিনিটে বঙ্গভবনে পৌঁছান। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন-এর সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠকে নির্বাচনের তপশিল, সার্বিক প্রস্তুতি ও সুষ্ঠু ভোট আয়োজনের বিষয়গুলো আলোচনা করা হয়। রাষ্ট্রপতি এই প্রক্রিয়ায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে কমিশনারদের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন সচিব আখতার আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।

বঙ্গভবন থেকে ফিরে আসার পর নির্বাচন ভবনে একাধিক বৈঠকে তপশিল ও নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত করা হয়। পরে বিকেল ৪টায় সিইসির ভাষণ রেকর্ড করা হয়। কমিশনাররা সাংবাদিকদের জানান, তপশিলে ভোটের তারিখসহ বিস্তারিত সময়সূচি অন্তর্ভুক্ত থাকবে। বর্তমানে ভোটের সম্ভাব্য তারিখ ৮ বা ১২ ফেব্রুয়ারি হতে পারে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, “রাষ্ট্রপতিকে নির্বাচনের প্রস্তুতি, রাজনৈতিক দলের নিবন্ধন, সদস্য সংখ্যা, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন, ব্যালট পেপারের নকশা ও রঙ এবং পোস্টাল ব্যালট বিতরণের প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়েছে। রাষ্ট্রপতি সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”

একই সময়ে, অন্তর্বর্তী সরকার অনুমোদনহীন ও বেআইনি জনসমাবেশ, মিছিল ও আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, আইনশৃঙ্খলা রক্ষার জন্য যে কোনো অবৈধ কর্মসূচির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নাগরিকদের জানমাল সুরক্ষার জন্য আইন মেনে চলার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।


বাংলাধারা/এসআর