‘স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করেই ঘরে ফিরবো’
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ১২:০৩ দুপুর
ছবি: সংগৃহিত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে মঞ্চ ২৪।
শনিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। তিনি বলেন, নির্বাচনকে ভণ্ডুল করার সুস্পষ্ট উদ্দেশ্যেই শরিফ ওসমান হাদির ওপর এই নৃশংস হামলা চালানো হয়েছে।
ফাহিম ফারুকীর অভিযোগ, এই হামলার মাধ্যমে আওয়ামী লীগ স্পষ্ট বার্তা দিয়েছে—দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে তাদের রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়বে। সে কারণেই তারা নির্বাচন যেন কোনোভাবেই না হয়, সেই লক্ষ্যেই সহিংসতার পথ বেছে নিয়েছে।
তিনি আরও বলেন, আজ দেশের পুলিশ প্রশাসন কার্যত অকার্যকর হয়ে পড়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার চরম নিষ্ক্রিয়তার কারণেই সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি চালিয়েও এখনো ধরা-ছোঁয়ার বাইরে। আমরা তার পদত্যাগ দাবি করছি।
হামলাকারীদের গ্রেপ্তারে ৬ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ফাহিম ফারুকী বলেন, আগামী ছয় ঘণ্টার মধ্যে যদি সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে আমরা লাগাতার কর্মসূচিতে যাবো। উপদেষ্টাকে পদ থেকে নামিয়েই আমরা ঘরে ফিরবো। আমাদের আলু-পেঁয়াজের গল্প শোনানোর প্রয়োজন নেই- আমরা বিচার চাই।
হাদির শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, তিনি এখনো নিঃশ্বাস নিচ্ছেন, তাকে ব্লাড দেওয়া হচ্ছে। তার পরিবারের সদস্যরা এখানে উপস্থিত আছেন। পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে।
এর আগে গতকাল (শুক্রবার) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে সন্ধ্যার পর স্থানান্তর করা হয় এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।
হাদির শারীরিক অবস্থা সম্পর্কে গতকাল রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, গুলিটি বাম কানের ওপর দিয়ে প্রবেশ করে ডান পাশ দিয়ে বেরিয়ে গেছে। এতে তার মস্তিষ্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ- ব্রেন স্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’। আগামী ৭২ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়।
তিনি আরও জানান, হাদি বর্তমানে খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন। তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে। এই মুহূর্তে কোনো ধরনের নতুন ইন্টারভেনশন করা হচ্ছে না এবং চিকিৎসকেরা এখনো আশার কোনো নির্দিষ্ট নিশ্চয়তা দিতে পারছেন না।
বাংলাধারা/এসআর
