হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা : সিইসি
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:৩০ দুপুর
ছবি: সংগৃহিত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকে নির্বাচন সংশ্লিষ্ট কোনো ধারাবাহিকতার অংশ হিসেবে দেখার কারণ নেই। তাঁর মতে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। একই সঙ্গে তিনি আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যেকোনো ধরনের সংশয় ও উদ্বেগ কাটিয়ে ওঠার আহ্বান জানিয়েছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।
নাসির উদ্দিন বলেন, নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত এবং নির্ধারিত সময়েই ভোট অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের প্রসঙ্গে তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কোথায়? মাঝে মধ্যে দুই-একটা খুনখারাবি হয়। হাদির ঘটনাকে আমরা বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করি।”
তিনি বলেন, অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে। উদাহরণ টেনে সিইসি বলেন, “আহসানউল্লাহ মাস্টার কিংবা সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার ঘটনাও ছিল। বাংলাদেশে এ ধরনের ঘটনা নতুন নয়।”
এদিকে ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে পল্টন থানার ডিউটি অফিসার উপসহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, হাদির এক আত্মীয় বাদী হয়ে মামলাটি করেছেন। মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন- গুলিতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, সীমান্ত দিয়ে মানুষ পাচারকারী চক্রের দুই সদস্য, অভিযুক্ত ফয়সালের স্ত্রী ও শ্যালক এবং আরেক নারী।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা এখনও সংকটাপন্ন।
বাংলাধারা/এসআর
