এয়ারপোর্টে বিদায় জানাতে ভিড় না করার আহ্বান তারেক রহমানের
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ১১:১১ দুপুর
ছবি: সংগৃহিত
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরাকে ঘিরে যুক্তরাজ্যের লন্ডন বিমানবন্দরে বিদায় জানাতে গিয়ে কোনো ধরনের ভিড় বা হট্টগোল সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান তারেক রহমান।
তিনি বলেন, ১৬ ডিসেম্বর যেমন বিজয়ের দিন, তেমনি দীর্ঘ সময় প্রবাসে কাটিয়ে দেশে ফেরার প্রাক্কালেও এটি তার জন্য একটি আবেগঘন মুহূর্ত। প্রায় ১৭ থেকে ১৮ বছর যুক্তরাজ্যে অবস্থানের কথা উল্লেখ করে তিনি জানান, আগামী ২৫ ডিসেম্বর ইনশাআল্লাহ তিনি দেশে ফিরে যাবেন।
দেশে ফেরার সময় বিমানবন্দরে উপস্থিত না থাকার অনুরোধ জানিয়ে তারেক রহমান বলেন, সেদিন এয়ারপোর্টে লোকসমাগম হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। এতে করে শুধু ব্যক্তিগত বা দলীয় নয়, দেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তার ভাষায়, বিমানবন্দরে ভিড় হলে সেটি হট্টগোলে রূপ নিতে পারে এবং এতে প্রবাসী বাংলাদেশিদের পরিচয় সামনে আসবে, যা দেশের ও দলের সুনাম ক্ষুণ্ন করতে পারে।
তিনি আরও বলেন, যারা তার এই অনুরোধ মেনে এয়ারপোর্টে যাবেন না, তিনি ধরে নেবেন তারা দল ও দেশের সম্মানের প্রতি শ্রদ্ধাশীল। আর অনুরোধ অমান্য করে যারা সেখানে যাবেন, তাদের ব্যক্তিগত স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি মনে করবেন।
তারেক রহমানের এই বক্তব্যকে শৃঙ্খলা ও দেশের মর্যাদা রক্ষার প্রতি দায়িত্বশীল রাজনৈতিক অবস্থান হিসেবে দেখছেন বিএনপির নেতাকর্মীদের একটি অংশ।
বাংলাধারা/এসআর
