হাদির ওপর হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার, একজন গ্রেপ্তার: র্যাব
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৪:০৩ দুপুর
ছবি: সংগৃহিত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব-১১। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, অভিযানে দুটি বিদেশি পিস্তল, পিস্তলের ৪১ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ফয়সাল (২৫)। তিনি মৃত আমিনুল হকের ছেলে। তার স্থায়ী ঠিকানা বরিশালের বাকেরগঞ্জ থানার শিবপুর এলাকায়। তবে বর্তমানে তিনি নরসিংদী মডেল থানাধীন শাপলা চত্বর সংলগ্ন হাফেজ মিয়ার বাড়িতে বসবাস করছিলেন বলে জানিয়েছে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর একটি দল নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পানির ভেতর থেকে ওই আগ্নেয়াস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক তদন্তে উদ্ধার করা অস্ত্রগুলো শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত হয়েছিল বলে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে র্যাব।
বাংলাধারা/এসআর
