হাদির মৃত্যুতে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ১২:২৬ রাত
ছবি: সংগৃহিত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুতে আগামী শনিবার (২০ ডিসেম্বর) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।
ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, শহীদ শরিফ ওসমান হাদির অকাল ও হৃদয়বিদারক মৃত্যুতে আগামী শনিবার রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এদিন দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
তিনি আরও জানান, হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশব্যাপী বিশেষ দোয়ার আয়োজন করা হবে। আগামী শুক্রবার বাদ জুম্মা দেশের প্রতিটি মসজিদে শহীদ শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একইসঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন থাকবে।
প্রধান উপদেষ্টা তার ভাষণে হাদির আত্মার শান্তি কামনা করেন এবং এই শোকের সময়ে দেশবাসীকে ধৈর্য, সংযম ও শান্তি বজায় রাখার আহ্বান জানান।
বাংলাধারা/এসআর
