প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় প্রথম আলো কার্যালয়ের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ১১:৩৭ দুপুর
ছবি: সংগৃহিত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীতে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দীর্ঘ প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় ওই ভবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার পর ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদের কার্যক্রম সমাপ্ত করে। তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে আরও একটি ইউনিট এখনো ঘটনাস্থলে অবস্থান করছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সব ধরনের নিরাপত্তা যাচাই শেষে আনুষ্ঠানিকভাবে আগুন নির্বাপণের ঘোষণা দেওয়া হবে।
সরেজমিনে দেখা গেছে, অগ্নিকাণ্ডে ভবনের ভেতরের বিভিন্ন আসবাবপত্র ও সরঞ্জাম পুড়ে গেছে। সকালে ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা গেলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। আশপাশের কোনো ভবনে আগুন ছড়িয়ে পড়েনি। তবে ভবনের নিচতলায় অবস্থিত প্রথমা প্রকাশনের কার্যালয়টি আগুনে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পর সকাল থেকেই প্রথম আলো কার্যালয়ের সামনে ভিড় জমাতে থাকেন উৎসুক সাধারণ মানুষ। ঘটনাস্থলে তদন্তে নেমেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর বিশেষজ্ঞ দল। এ ছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরের পরপরই বিক্ষুব্ধরা প্রথম আলো কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। ঘটনার প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বাংলাধারা/এসআর
