দেশের পথে শহীদ ওসমান হাদির মরদেহ, নেওয়া হবে ঢাবির কেন্দ্রীয় জামে মসজিদে
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৪:০৫ দুপুর
ছবি: সংগৃহিত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৫ ফ্লাইটটি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি আজ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নিয়মিত ফ্লাইটে হাদির মরদেহের কফিন দেশে আনা হচ্ছে এবং বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে মরদেহ বের করা হবে। এরপর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়া হবে, যেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের সুযোগ থাকবে।
এর আগে শুক্রবার সকালে সিঙ্গাপুরের ঐতিহাসিক আঙ্গুলিয়া মসজিদে শহীদ ওসমান হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানায়, শহীদ ওসমান হাদিকে গ্রহণ করতে এয়ারপোর্ট থেকে শাহবাগগামী সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পরে তাকে ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।
গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরিফ ওসমান হাদি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাত দিন ধরে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে যান ঢাকা-৮ আসনের সম্ভাব্য এই প্রার্থী।
তার মৃত্যুর পর শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব রাষ্ট্র নেবে।
আগামীকাল শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। তবে দাফনের স্থান এখনও চূড়ান্ত হয়নি।
ইনকিলাব মঞ্চ আরও জানায়, শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে শহীদ ওসমান হাদির মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে সহিংসতা পরিহার করে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির আহ্বান জানানো হয়েছে।
শহীদ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও শোক জানিয়েছে।
এনসিপি স্বাস্থ্য সেলের প্রধান ও হাদির চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ডা. আহাদ ভিডিও বার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণাকালে মোটরসাইকেলযোগে আসা সন্ত্রাসীরা গুলি করলে মাথায় গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।
সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, গুলির ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই অভিযুক্তরা সীমান্ত দিয়ে দেশত্যাগ করে।
বাংলাধারা/এসআর
