ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন: জড়িতদের কয়েকজন শনাক্ত, গ্রেপ্তারের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৪:০৩ দুপুর  

ছবি: সংগৃহিত

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা ভবনে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের মধ্যে কয়েকজনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের ছবি ও পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং দ্রুত গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় ময়মনসিংহে এক হিন্দু ধর্মাবলম্বী পোশাকশ্রমিককে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, “একজন ধর্ম উপদেষ্টা হিসেবে আমি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। এটি অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ দেওয়া হবে না।”

তিনি আরও জানান, মব জাস্টিস রাষ্ট্র পরিচালনার জন্য বড় বাধা। এ বিষয়ে তিনি ইতোমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বার্তা পাঠিয়েছেন এবং উপদেষ্টা পরিষদের সংশ্লিষ্টদের অবহিত করেছেন। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য তিনি জোর দাবি জানান।

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, “গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী হামলায় জড়িতদের মধ্যে কিছু ব্যক্তির ছবি ও পরিচয় শনাক্ত হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

একাধিক স্থানে একই রাতে হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটাকে সরাসরি গোয়েন্দা ব্যর্থতা বলা ঠিক হবে না। একসঙ্গে কোথায় কখন হামলা হবে, তা আগেভাগে জানা সবসময় সম্ভব হয় না।”

তিনি উদাহরণ দিয়ে বলেন, কাজী নজরুল ইসলামের মাজার এলাকায় সম্ভাব্য হামলার বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সরকারের মদদে এসব ঘটনা ঘটছে, এমন অভিযোগ নাকচ করে ধর্ম উপদেষ্টা বলেন, “সরকার স্থিতিশীলতা চায়। আইনশৃঙ্খলার অবনতি হলে সেটি সরকারের ব্যর্থতা হিসেবেই বিবেচিত হবে। সরকার নিজে কেন এমন অস্থিতিশীলতা তৈরি করবে? বরং আমরা প্রতিরোধে সক্রিয়।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা আশাবাদী, নির্ধারিত সময়েই একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন সম্ভব হবে।”

বিদেশ থেকে উস্কানির বিষয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। বাইরে থেকে কে কী বলছে, তা সরাসরি সরকারের নিয়ন্ত্রণে নেই। তবে সহিংসতা উসকে দেওয়ার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধেই সরকার অবস্থান নেবে।”

বাংলাধারা/এসআর