হাঁচি-কাশিতে নাকাল? চায়ের সঙ্গে মিশিয়ে নিন গুড়
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৪:০৩ দুপুর
ছবি: সংগৃহিত
শীত এলেই হাঁচি-কাশি, সর্দি-গলা ব্যথা যেন নিত্যসঙ্গী হয়ে ওঠে। সঙ্গে যোগ হয় শরীরের ক্লান্তি আর কাজের এনার্জি কমে যাওয়ার ঝামেলা। তবে এসব সমস্যার সহজ ও ঘরোয়া সমাধান লুকিয়ে আছে প্রতিদিনের এক কাপ চায়ের মধ্যেই, চায়ের সঙ্গে গুড় মিশিয়ে খাওয়া।
গুড় শুধু খাবারের স্বাদ বাড়ায় না, বরং শরীরের জন্যও অত্যন্ত উপকারী। চিনির বদলে চায়ের সঙ্গে গুড় ব্যবহার করলে শীতকালীন নানা সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়।
চায়ের সঙ্গে গুড় খেলে যেসব উপকার মিলবে
রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়
গুড়ে রয়েছে আয়রন, জিঙ্কসহ নানা প্রয়োজনীয় খনিজ উপাদান। নিয়মিত চায়ের সঙ্গে গুড় খেলে শরীরের ইমিউনিটি শক্তিশালী হয়। ফলে সর্দি-কাশি ও ঠাণ্ডাজনিত সমস্যা তুলনামূলক কম দেখা দেয়। পাশাপাশি শরীরে এনার্জিও জোগায়।
হজমের সমস্যা দূরে রাখে
শীতকালে বিয়েবাড়ি, পিকনিক বা ভারী খাবারের কারণে হজমের গোলমাল বাড়ে। গুড় হজমে সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। দিনে ১-২ কাপ চায়ের সঙ্গে অল্প গুড় মিশিয়ে খেলে পেটের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।
শ্বাসনালী সুস্থ রাখে
ঠাণ্ডা আবহাওয়া ও বায়ুদূষণের কারণে শ্বাস নিতে কষ্ট হয় অনেকেরই। বিশেষ করে সিওপিডি বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা মানুষের জন্য এটি বেশি ভোগান্তির। গুড় ফুসফুস পরিষ্কার রাখতে সহায়তা করে এবং শ্বাসনালী সুস্থ রাখতে সাহায্য করে।
অন্যান্য উপকারিতা
গুড় হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে, রক্তাল্পতার ঝুঁকি কমায়। একই সঙ্গে লিভার থেকে টক্সিন বের করতে সহায়তা করে, যার প্রভাব পড়ে ত্বকের উজ্জ্বলতায়ও।
চায়ে গুড় মেশানোর সঠিক নিয়ম
চা বানানোর সময় সরাসরি গুড় পানিতে দেবেন না। চা পাতা, আদা, এলাচ ইত্যাদি ভালোভাবে ফুটিয়ে ছেঁকে নেওয়ার পর কাপে ১ চা-চামচ গুড় বা গুড়ের গুঁড়া মেশান। গুড় মেশানো চায়ের সঙ্গে দুধ ব্যবহার না করাই ভালো।
শীতের দিনে সুস্থ থাকতে চাইলে প্রতিদিনের চায়ের অভ্যাসে সামান্য পরিবর্তন আনুন। চায়ের সঙ্গে গুড়—সহজ, সুস্বাদু এবং শরীরের জন্য দারুণ উপকারী এক অভ্যাস।
বাংলাধারা/এসআর
