ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ নিষিদ্ধে আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে শঙ্কিত নয় সরকার : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মে ১১, ২০২৫, ০২:১৯ দুপুর  

ছবি: সংগৃহিত

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে কোনো বিরূপ প্রতিক্রিয়া আসবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, "আমি মনে করি না, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য বিশ্ব শোক পালন করবে। বরং এই সিদ্ধান্তটি জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার স্বার্থে অপরিহার্য ছিল।"

শফিকুল আলম তার বক্তব্যে উদাহরণ টেনে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মানবতাবিরোধী অপরাধ বা গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, "জার্মানি ও ইতালিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি ও ফ্যাসিস্ট দলগুলো নিষিদ্ধ করা হয়েছিল। একইভাবে স্পেন ও বেলজিয়ামে অবসানমূলক কার্যকলাপে লিপ্ত দলগুলোর ওপরও নিষেধাজ্ঞা এসেছে।"

তিনি দাবি করেন, “জাতিসংঘের প্রতিবেদনে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে, আওয়ামী লীগের নেতৃত্ব, তাদের কর্মী এবং সহযোগী সংগঠনসমূহ মানবতাবিরোধী নৃশংস অপরাধে লিপ্ত ছিল। দলটি দেশে গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করেছে, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে।”

প্রেস সচিব আরও বলেন, "আন্তর্জাতিক মহলে এমন কেউ নেই যারা এক নির্লজ্জ, গণতন্ত্রবিরোধী ও দুর্নীতিগ্রস্ত দলের পক্ষে অবস্থান নেবে। সুতরাং আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আমরা কোনও প্রতিকূল আন্তর্জাতিক প্রতিক্রিয়া প্রত্যাশা করছি না।"

সরকারের পক্ষ থেকে এ ধরনের মন্তব্য মূলত দেশ-বিদেশে বিরাজমান রাজনৈতিক উদ্বেগ ও সম্ভাব্য কূটনৈতিক প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে একটি বার্তা দেওয়ার প্রয়াস বলেই বিশ্লেষকদের ধারণা।

 

বাংলাধারা/এসআর