দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৩:২০ দুপুর
ছবি: সংগৃহিত
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২৬ অক্টোবর) সকাল ১০টার প্রকাশিত বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই মুহূর্তে এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৩৪০ কিমি দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১,২৭০ কিমি দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১,৩০০ কিমি দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,২৬৫ কিমি দক্ষিণে অবস্থান করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটির কেন্দ্রের চারপাশে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিমি, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে কেন্দ্রের নিকটবর্তী সাগর উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সমুদ্র এলাকায় থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই ভারতের আবহাওয়া অধিদপ্তরও সতর্ক করেছে। তারা জানিয়েছে, অন্ধ্র প্রদেশের উপকূলে মাচিলিপত্তম থেকে কালিঙ্গাপত্তম পর্যন্ত এলাকা এবং কাকিনাড়ার আশপাশে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সেখানে বাতাসের সর্বোচ্চ স্থায়ী বেগ হতে পারে ঘণ্টায় ৯০-১০০ কিমি, আর দমকা বা ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ১১০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট সকলকে এবং সাগরযাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
বাংলাধারা/এসআর
