বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, আবহাওয়া শুষ্ক থাকার প্রবণতা
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ১১:১১ দুপুর
ছবি: সংগৃহিত
বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছে আবহাওয়া অধিদপ্তর। আগামী পাঁচ দিনের মধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন এই লঘুচাপ তৈরি হতে পারে বলে মঙ্গলবার সকালের পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বিস্তৃতি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে।
অধিদপ্তর বলছে, ২২ নভেম্বরের মধ্যে সম্ভাব্য লঘুচাপটি সৃষ্টি হলে তা ঘনীভূতও হতে পারে। তবে এর গতিপথ বা প্রভাব নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত–দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এ ছাড়া ভোরের দিকে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে, যা সকাল বাড়ার সঙ্গে সঙ্গে কেটে যাবে বলে আশা করা হচ্ছে।
বাংলাধারা/এসআর
