সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য পরিবর্তিত
প্রকাশিত: ডিসেম্বর ০১, ২০২৫, ০৯:২৭ রাত
ছবি: সংগৃহিত
আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া সংস্থা আরও জানিয়েছে, একই সময়ে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (১ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. শাহীনুল ইসলামের সই করা এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দু-একটি জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, আর দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আগামীকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও অধিকাংশ অঞ্চলে শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু স্থানে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বাংলাধারা/এসআর
