ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

আবারও জামায়াতের আমির নির্বাচিত ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: নভেম্বর ০২, ২০২৫, ০৪:৩৫ দুপুর  

ছবি: সংগৃহিত

২০২৬-২০২৮ মেয়াদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। রোববার (২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (১ নভেম্বর) রাতে আমির নির্বাচন ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

জামায়াতের সূত্র জানায়, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে দলের রুকনদের (সদস্যদের) অংশগ্রহণে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে শনিবার রাতে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। এতে সর্বাধিক ভোট পেয়ে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য পুনরায় আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।

এর মাধ্যমে তিনি টানা দ্বিতীয়বারের মতো জামায়াতের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব পেলেন। দলীয় সূত্র জানিয়েছে, নতুন মেয়াদে সংগঠনকে আধুনিক সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করতে তিনি কাজ করবেন।

বাংলাধারা/এসআর