ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

খালেদা জিয়ার অসুস্থতার মূল কারণ শেখ হাসিনা : রিজভী

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ডিসেম্বর ০৩, ২০২৫, ০২:০০ দুপুর  

ছবি: সংগৃহিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার মূল কারণ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দোয়া মাহফিলে রিজভী এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “যিনি নিজের মাটি, দেশ, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি, তার প্রতি সবার ভালোবাসা থাকবে। সেই ভালোবাসার বহিঃপ্রকাশই আমরা আজ দেখতে পাচ্ছি।”

তিনি আরও বলেন, “কখনো কখনো দেশের স্বার্থে অন্যায় আবদার মেনে নিয়েছেন বেগম জিয়া। ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে কোনো মানুষ যেন হত্যা না হয়, এজন্য সরকার গঠন করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু যারা তখন হত্যাযজ্ঞ চালিয়েছিল, তারা ক্ষমতায় এসে সেই ব্যবস্থা বাতিল করেছে। শেখ হাসিনা জনগণের ওপর বিশ্বাস না রেখে নিজের ইচ্ছামতো দেশ চালিয়েছেন। ফলে বেগম জিয়ার অসুস্থতা তাঁরই কারণে।”

রিজভী জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার যেন এমন কাজ না করে যা সাধারণ মানুষের কষ্টের কারণ হয়।”

বাংলাধারা/এসআর