আবাহনীর হোঁচট, মোহামেডানের শিরোপার পথে বড় এক ধাপ!
প্রকাশিত: মে ০৩, ২০২৫, ১২:০২ রাত

ছবি: সংগৃহিত
বাংলাদেশ প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব আরও এক ধাপ এগিয়ে গেল, আর সেই পথটা প্রশস্ত করল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডই! ফেডারেশন কাপ ফাইনালে হারের ক্ষত শুকাতে না শুকাতেই বসুন্ধরা কিংসের কাছে ২-০ গোলে হেরে গেল আবাহনী। আর এই হারে ৭ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেলো মোহামেডান।
দুই অর্ধের শুরুতেই জোড়া গোল করেন বসুন্ধরার উদীয়মান ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম। প্রথম গোলটা আসে রাকিব হোসেনের পাস থেকে, দ্বিতীয়টি বিরতির পরই, প্রতিপক্ষকে হতভম্ব করে দিয়ে। তবে ম্যাচের শেষ ভাগটা যেন রীতিমতো রেসলিং রিং! হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের একাধিক খেলোয়াড়। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বসুন্ধরার সাদ উদ্দিন ও সোহেল রানা এবং আবাহনীর ডিফেন্ডার শাহিন আহাম্মদ।
বসুন্ধরার এই জয়ে লাভ হলো মোহামেডানেরই বেশি। দিনের অন্য ম্যাচে পুলিশ এফসিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে মোহামেডান। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ ছিল নিরুত্তাপ। তবে দ্বিতীয়ার্ধে শুরু হয় গোলের বন্যা। মেহেদী হাসান মিঠুর ক্রসে দুর্দান্ত হেডে সানডে ইমানুয়্যেল এগিয়ে নেন দলকে। পরে পুলিশের হয়ে স্পট কিকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান দানিলো কুইপাপা।
ড্রয়ের দিকে ঝুঁকে থাকা ম্যাচে ভাগ্য সহায় হয় মোহামেডানের। গোলমুখে দিয়াবাতে ফাউল করে বসেন দানিলো, রেফারি বাঁশি বাজান পেনাল্টির জন্য। স্পট কিক থেকে গোল করেন মোজাফফার মোজাফফারব। ইনজুরি টাইমে আরও একবার লক্ষ্যভেদ করেন সানডে, জোড়া গোল নিয়ে নিশ্চিত করেন ৩-১ গোলের দাপুটে জয়।
এই জয়ে ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে মোহামেডান। ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আবাহনী পিছিয়ে পড়েছে ৭ পয়েন্টে। বসুন্ধরার সংগ্রহ সমান ম্যাচে ২৪ পয়েন্ট, অবস্থান এখন তৃতীয়।
দিনের আরেক ম্যাচে ফর্টিস এফসি ১-০ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে।
শিরোপা এখন মোহামেডানের নাগালের একেবারে কাছাকাছি। সামনে কয়েকটি ম্যাচে নিজেরা জিতলে আর প্রতিদ্বন্দ্বীদের ভুলে গেলে- দীর্ঘদিনের খরা কাটিয়ে ফিরতে পারে সোনালি সেই দিন!
বাংলাধারা/এসআর